হোম > সারা দেশ > বগুড়া

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পোস্ট দেওয়ায় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে তাঁকে বাড়ি থেকে আটক করা হয়। রোববার (১৮ জুলাই) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। 

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. আক্তারুজ্জামান (২৪)। তিনি সদর উপজেলার সাবগ্রাম এলাকার বাসিন্দা। 

আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও প্রধান সহকারী কাম হিসাব রক্ষক শামীমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্ট করেন। পুলিশ জানায়, ‘আবতাফ আহমেদ’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই পোস্ট করেন আক্তারুজ্জামান। তাঁর ল্যাপটপ এবং ফোন জব্দ করে দেখা গেছে তিনিই এই আইডি চালান। 

জানা গেছে, ২০২০ সালের এপ্রিল মাসে বগুড়া সদর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ২১৯ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। আক্তারুজ্জামান নিয়োগপ্রাপ্তদের মধ্যে একজন। 

আক্তারুজ্জামানের বাবা রফিকুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পুলিশ সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সামির হোসেন মিশু। ওই সময় আমার ছেলেকে তাঁর ব্যবহৃত কম্পিউটার, সেলফোনসহ থানায় নিয়ে যাওয়া হয়। আক্তারুজ্জামানকে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে ডা. সামির হোসেন বলেন, আপনার ছেলে ফেসবুকে আমাদের বিরুদ্ধে উল্টা-পাল্টা পোস্ট দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, অভিযোগ পেয়ে আক্তারুজ্জামানকে ডিবি (গোয়েন্দা) পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

ওসি বলেন, আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাঁর কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক শামীমা আক্তাররের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ফেক আইডি থেকে মানহানিকর, মিথ্যা, বানোয়াট পোস্ট দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার স্বীকার করেছেন। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত