হোম > সারা দেশ > বগুড়া

প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শহরের সাতমাথা এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের সদস্যরা ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণকে প্রতারণা করতেন। তারা ক্রেতাদের বলতেন মুদ্রা ও আংটিতে রয়েছে ‘অলৌকিক ক্ষমতা’। এসব জিনিস কাছে থাকলে খুব দ্রুত প্রচুর ধনসম্পত্তির মালিক হওয়া যায়। 

গতকাল সোমবার রাত আটটার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি ধাতব মুদ্রা ও দুটি আংটি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের সেউজগাড়ী আমতলা এলাকার কোরবান আলী (৫৮), নামাজগড় (টিনপট্টি মোড়) এলাকার বাসিন্দা উৎপল দত্ত (৪১) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাপাচি গ্রামের সাইদুল ইসলাম (৪৭)। 

বগুড়া র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে ধাতব মুদ্রা ও আংটি দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। একই সঙ্গে তাঁরা এ কাজে হাতিয়ে নিয়েছেন বড় অঙ্কের টাকা। তারা বিভিন্ন অলৌকিক কথা বলে মানুষদের আকৃষ্ট করতেন। তাদের কথা বিশ্বাস করে প্রতারিত হতেন সাধারণ মানুষেরা। গ্রেপ্তারের পর তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে। 

এ বিষয়ে বগুড়া সদর থানায় ওসি মো. সেলিম রেজা জানান, তিনজনকে ধাতব মুদ্রা ও আংটিসহ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র‍্যাব। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত