হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় প্রায় ২ হাজার জনকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর ও টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে। 

পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রাবিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়। 

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যগণ। 

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, ‘যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা এবং তাদের জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’ 

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে