হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় প্রায় ২ হাজার জনকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর ও টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে। 

পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রাবিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়। 

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যগণ। 

সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, ‘যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা এবং তাদের জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’ 

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী