নওগাঁর নিয়ামতপুরে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা গতকাল সোমবার রাতে থানায় অপহরণ মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর পাঠান পাড়া গ্রামের সুমন আলীকে (২৬)।
এজাহার সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রী নিয়ামতপুর গার্লস স্কুল কলেজে অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। সুমন আলী বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেন ও নিজের বাবাকে জানায়। তাঁর বাবা সুমনের মা-বাবাকে বিষয়টি জানায়। এতে সুমন ক্ষিপ্ত হয়ে গত ১১ মে বৃহস্পতিবার কলেজ যাওয়ার পথে বটতলি তিনমাথার মোড় এলাকা থেকে ওই ছাত্রীকে মাইক্রোযোগে অপহরণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ‘মেয়ে সুমনের প্রেম প্রস্তাবের বিষয়ে আমাকে জানায়। ওরা প্রতিবেশী হওয়ায় তার বাবা-মাকে বিষয়টি জানাই। এতেই তারা চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর মেয়েকে অপহরণ করা হয়। এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। বেঁচে আছে না মেরে ফেলেছে সেটিও জানি না।’
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, অপহরণের ঘটনায় একটি মামলা হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।