হোম > সারা দেশ > রাজশাহী

প্রতারণার মামলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান কারাগারে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

প্রতারণার মামলায় রাজশাহীর বাঘা উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জেলা চিফ জুডিশিয়াল আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দেন।

ফাতেমা খাতুন লতা বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

আদালতে বাদীপক্ষের আইনজীবী আজিজুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা একই উপজেলার চাঁদপুর গ্রামের নিলুফা ইয়াসমিন নিলু নামের এক নারীকে চাকরি দেওয়ার নাম করে স্ট্যাম্পের মাধ্যমে ২০ লাখ টাকা গ্রহণ করেন।

পরবর্তী সময়ে চাকরি দিতে না পারায় টাকা ফেরত চান নিলুফা ইয়াসমিন। দীর্ঘদিন ঘোরানোর পরে আরও কিছুদিন সময় নিয়ে ২০২৪ সালের ২০ জুলাই টাকা দেবেন বলে সোনালী ব্যাংক বাঘা শাখার অনুকূলে একটি চেক দেন। কিন্তু ধার্য তারিখে ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে তাঁর হিসাব নম্বরে কোনো টাকা না থাকায় নিলুফা ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা করেন।

বাদী নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমাকে যে চেকটি ফাতেমা খাতুন লতা প্রদান করেছেন, সেটি তাঁর “আশার আলো সংস্থা” ব্যবসাপ্রতিষ্ঠানের নামে। এই হিসাবটি সিলসহ যৌথ স্বাক্ষরে পরিচালিত। কিন্তু তিনি যৌথ স্বাক্ষর ও সিল ব্যবহার না করে একক স্বাক্ষরে আমাকে চেকটি প্রদান করেন। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে লিখিত দিয়েছেন। নিরুপায় হয়ে আমি তাঁর নামে মামলা করেছি।’

আইনজীবী মো. আজিজুল আলম জানান, ফাতেমা খাতুনের নামে উচ্চ আদালতে ২৫ লাখ এবং নিম্ন আদালতে ১৫ লাখ টাকার চেক জালিয়াতির দুটি মামলা রয়েছে। তিনি তাঁর আশার আলো সংস্থা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে নিকটাত্মীয়ের কাছে চেক দিয়ে টাকা ধারসহ চাকরি দেওয়ার নামে এসব লেনদেন করেছেন বলে তাঁর কাছে তথ্যপ্রমাণ রয়েছে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়