হোম > সারা দেশ > পাবনা

পাবনার ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তাঁর স্ত্রী লাইলী আক্তার (১৯)।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে এ দম্পতির বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। দুজনই গার্মেন্টসে চাকুরী করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই ছিলেন। রোববার দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রী তাঁদের ঘরে যায়। এরপর অনেক সময় কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকির পর পরিবারের সদস্যরা দরজা ভাঙেন। দেখতে পান দু’জনই ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়েছেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়, তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়- করোনাকালে গার্মেন্টসের চাকুরী চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন স্বামী মানিক মোল্লা (২২) ও স্ত্রী লাইলী আক্তার (১৯)। বাড়িতে আসার পর থেকে সংসারে অভাব। এ নিয়ে মায়ের সঙ্গে মানিকের প্রায়ই কথা কাটাকাটি হতো। রোববার দুপুরেও মানিকের সঙ্গে তাঁর মায়ের কথা কাটাকাটি হয়। পরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড