হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে মাকে হত্যার দায়ে ছেলে আবু বক্করকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। 

আজ রোববার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত আবু বক্কর (৩৮) ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে। 

বগুড়া জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেছেন। 

আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে মাদকাসক্ত অবস্থায় আবু বক্কর তাঁর মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন। এ সময় তাঁর মা ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তাঁর মায়ের মাথায় আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় বক্করের বড় ভাই শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৬ অক্টোবর আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই কারাগারে ছিলেন আবু বক্কর। 

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪