হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বিএনসিসি ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের ১০ দিনের ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর নওদাপাড়ায় পোস্টাল একাডেমিতে এই ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ হয়।

সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল খন্দকার শাহিদুল এমরান। সালাম গ্রহণ শেষে তিনি ক্যাম্পে অংশগ্রহণকারী সব ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর ক্যাম্পিংয়ে দক্ষতা ও পারদর্শিতার জন্য তিনি চৌকশ ক্যাডেটদের পুরস্কার দেন।

এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান পদাতিক রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স। এই ক্যাম্পিংয়ে মহাস্থান রেজিমেন্টের আওতাধীন ১৬টি জেলার ৯৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫২৬ জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট অংশ নেন।

গত ১৭ জানুয়ারি ১০ দিনব্যাপী রেজিমেন্টাল ক্যাম্পিং শুরু হয়েছিল। শেষ হবে বৃহস্পতিবার সকালে। ক্যাম্পিংয়ে ক্যাডেটদের আত্মোন্নয়নমূলক প্রশিক্ষণের অংশ হিসেবে ড্রিল, পিটি, ফায়ারিং, টহল, ফাঁদ, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ