হোম > সারা দেশ > নওগাঁ

গরু চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় সিঁধ কেটে বিভিন্ন বাড়ি থেকে গরু চুরির ঘটনায় চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও সিঁধ কাটার সুঁচালো লোহার কাঠি জব্দ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ধামইরহাটের দেবীপুর গ্রামের গোলাপ হোসেন (২৬), সাপাহারের আমডাঙ্গার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের বাসিন্দা পিকআপের ড্রাইভার নিরেন চন্দ্র (৫০) ও পোরশার ইটখোলা দীঘিপাড়া গ্রামের তারিফ হোসেন (৩৫)। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার খাজুর গ্রামের ইসরাইল হোসেনের বাড়ির প্রাচীরে সিঁধ কেটে তিনটি গরু চুরি করে ওই চক্র। এ সময় পাশের গ্রাম দেবীপুরে গরুগুলো পিকআপে তোলার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ চার জনকে আটক করে। এরপর গরুর মালিক ইসরাইল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়। 

মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা চোর চক্রের সদস্য। গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ