হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বিজিবি সদস্যের নামে হত্যাচেষ্টার মামলা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের নামে আদালতে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার নওগাঁর আদালতে মামলাটি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

অভিযুক্ত বিজিবি সদস্যের নাম জালাল উদ্দিন (৩৬)। তিনি মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের মৃত হবির উদ্দিনের ছেলে।

বাদীর আইনজীবী শওকত ইলিয়াস কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য মান্দা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

জানা যায়, অভিযুক্ত বিজিবি সদস্য গত শনিবার (২৫ জানুয়ারি) ছুটিতে বাড়ি এসে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের বাসিন্দা মনসুর রহমানকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। বর্তমানে ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই কায়েম উদ্দিন মণ্ডল বাদী হয়ে আজ নওগাঁর আদালতে মামলাটি করেন।

বাদী কায়েম উদ্দিন মণ্ডল বলেন, ‘জমিজমার বিষয় নিয়ে বিজিবির সদস্য জালাল উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার বেলা ১১টার দিকে গ্রামের মাঠে মনসুর রহমানকে একা পেয়ে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহত মনসুরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বাদী আরও বলেন, ‘এ ঘটনায় জালালের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করতে গেলে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। অবশেষে মঙ্গলবার নওগাঁ আদালতে মামলা করা হয়।’ অভিযোগের বিষয়ে কথা বলতে বিজিবি সদস্য জালাল উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত