হোম > সারা দেশ > পাবনা

জুলাই আন্দোলন না হলে আমি পদোন্নতি পেতাম না: এসপি মোরতোজা আলী

পাবনা প্রতিনিধি

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান। ছবি: আজকের পত্রিকা

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেছেন, ‘জুলাই ২০২৪-এর যে আন্দোলন, সেটা যদি না হতো, তাহলে আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই রিটায়ার্ড করতাম। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেতাম না।’

আজ রোববার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো মোরতোজা আলী খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপপরিচালক ড. মো জামালউদ্দিন, গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মো রাশেদ কবির ও পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘অনুষ্ঠানের ব্যানারের টাইটেলটা দেখে আমার মনে হলো, এ শব্দটা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর জায়গায় বৈষম্যবিরোধী না বলে ফ্যাসিবাদবিরোধী বললে বেশি মানানসই হতো। বিগত ১০-১৫ বছর ধরে আমরা খুব নগ্নভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদ ঘটতে দেখেছি। এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছেন, যাঁরা জীবন দিয়েছেন, সেই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করব। সেই সঙ্গে দুর্নীতি ও শোষণমুক্ত এবং বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব। দেশপ্রেম নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনজুরুল ইসলাম।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী