হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়ের উৎস ও তথ্য গোপন করায় গতকাল বুধবার দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। একই মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠানো হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন। তাঁর দাখিলকৃত সম্পদের তথ্য যাচাইকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। 

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি যে দুদক একটি মামলা করেছে।’ 

মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিধি মেনে অর্জিত সম্পদের আয়কর জমা দেওয়া হয়েছে। সেই তথ্য দুদককে জানানোর পরও তাঁরা মামলাটি দায়ের করেছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর