হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়ের উৎস ও তথ্য গোপন করায় গতকাল বুধবার দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান। 

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক তারেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা দুলু অবৈধভাবে সম্পদ অর্জন করায় ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে। একই মামলায় সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য, আয়ের উৎস গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্র জানায়, দুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি তাঁর সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ পাঠানো হয়। তিনি ওই বছরের ২৫ জুলাই তাঁর সম্পদ বিবরণী দাখিল করেন। তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ৯২ লাখ ৫২ হাজার ২৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ উল্লেখ করেন। তাঁর দাখিলকৃত সম্পদের তথ্য যাচাইকালে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ২০৯ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। 

বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শুনেছি যে দুদক একটি মামলা করেছে।’ 

মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিধি মেনে অর্জিত সম্পদের আয়কর জমা দেওয়া হয়েছে। সেই তথ্য দুদককে জানানোর পরও তাঁরা মামলাটি দায়ের করেছে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত