হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, পুড়ে মৃত্যু ঘুমন্ত গৃহবধূর

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে আগুনে পুড়ে নাসিমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগলে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় ওই বাড়ি পুড়ে গেছে।

নিহত নাসিমা বেগম নান্দুরা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তাঁর স্বামী নজরুল ইসলাম বিদেশে থাকেন। রাতে শয়নকক্ষে তিনি একাই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার রাত আড়াইটার দিকে নাসিমার বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় গৃহবধূ নাসিমা বেগম পুড়ে একেবারে কয়লা হয়ে গেছেন। তা ছাড়া আগুনে ঘরের চালা ও আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল হক আজকের পত্রিকাকে বলেন, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন