হোম > সারা দেশ > বগুড়া

যমুনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে আতিকুর রহমান (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আতিকুর বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সারিয়াকান্দিতে তিনি ভাবির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আতিকুর দুই দিন আগে বগুড়া সাবগ্রাম তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বুধবার সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মন্ডলের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেল ৪টায় আতিকুর তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। তারপর রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেয়। 

আতিকুরের ভাবির চাচা আইবর মন্ডল জানান, খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা পানিতে ডোবা ডুবি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর আতিকুরকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। 

আতিকুরের যমুনা নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো। 

এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘বুধবার বিকেল ৬টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে।’

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের