হোম > সারা দেশ > বগুড়া

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই বৈমানিক অক্ষত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে আলুখেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এরুলিয়া বিমানবন্দরের অদূরে বিমানটি জরুরি অবতরণ করে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক কিলোমিটার দূরে কাহালু উপজেলার দুর্বাগাড়ী মাঠে আলুখেতে বিকট শব্দে  আছড়ে পড়ে। বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা দুই বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যান। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমায়। বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বিমানটি ঘিরে রাখেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর-সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন বলে এতে জানানো হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত