হোম > সারা দেশ > বগুড়া

আলুখেতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, দুই বৈমানিক অক্ষত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালুতে আলুখেতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করে। মঙ্গলবার (২৯ নভেম্বর) এরুলিয়া বিমানবন্দরের অদূরে বিমানটি জরুরি অবতরণ করে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার এরুলিয়া বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক কিলোমিটার দূরে কাহালু উপজেলার দুর্বাগাড়ী মাঠে আলুখেতে বিকট শব্দে  আছড়ে পড়ে। বিমানে দুজন আরোহী ছিলেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার পরপরই বিমানবাহিনীর সদস্যরা দুই বৈমানিককে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সযোগে নিয়ে যান। বিমান আছড়ে পড়ার খবর পেয়ে শত শত লোক ওই মাঠে ভিড় জমায়। বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য রশি ও বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বিমানটি ঘিরে রাখেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দর-সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন বলে এতে জানানো হয়।

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন

বাড়ির পাশে পরিত্যক্ত ৩ গর্ত, শাস্তি চান সাজিদের মা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট দিনব্যাপী বইমেলা শুরু