হোম > সারা দেশ > রাজশাহী

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

রাবি প্রতিনিধি  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ করছেন মাস্টার রোলে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তাঁরা এ কর্মসূচি পালন শুরু করেন। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য সালেহ্ হাসান নকীব, সহ-উপাচার্য ফরিদ উদ্দিন খানসহ প্রশাসনিক কর্মকর্তারা।

পরে রাত সোয়া ৮টার দিকে উপাচার্যের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় কর্মচারীরা ‘চাকরি নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘এক দফা এক দাবি, এই মুহূর্তে চাকরি দিবি’, ‘ভাত-কাপড়ের আন্দোলন, চলছেই চলবে’, ‘এক হও লড়াই কর, মাস্টার রোল কর্মচারী’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যর ঠাঁই নাই’, ‘চাকরি দে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’ প্রভৃতি স্লোগান দেন। রাত পৌনে ৮টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁদের আন্দোলন অব্যাহত ছিল।

কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা ২০০৪ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলে কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে তাঁরা চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় তা সিন্ডিকেটে পাস হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বর্তমান প্রশাসন চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিল। এ বিষয়ে তাঁদের ভাইভাও নেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেটে বিষয়টি উত্থাপিত হওয়ার কথা ছিল। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনজীবীদের সভা হয়। পরে প্রশাসন তাঁদের জানায় আইনগত জটিলতা ও নথিপত্র না থাকায় চাকরি স্থায়ীকরণ সম্ভব হচ্ছে না। এরপর থেকে তাঁরা আন্দোলন শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, কর্মচারীরা ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ভবনের ভেতর থেকে কাউকে বের হতে দেননি। একইভাবে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যার আগে ভবন থেকে এক কর্মকর্তা বের হতে চাইলে তাঁদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে কর্মচারীরা চেয়ার ছোড়াছুড়ি ও ফটকের তালা ভাঙচুর করেন। তাঁদের আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল ও ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রশাসন ভবন অবরোধ। ছবি: আজকের পত্রিকা

এদিকে তাঁদের আন্দোলনের ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য, দুজন সহ-উপাচার্য, রেজিস্ট্রারসহ প্রশাসনিক কর্মকর্তারা। পরে রাত ৮টার দিকে কর্মচারীদের একটি প্রতিনিধিদল অবরুদ্ধ উপাচার্যের সঙ্গে কথা বলতে প্রশাসন ভবনের ভেতরে যান। সেখানে উপাচার্য তাঁদের দাবি নেওয়ার আশ্বাস দিলে তাঁরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

কর্মচারীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আগামী সিন্ডিকেট সভায় তাঁদের নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দুই মাসের মধ্যে তাঁদের চূড়ান্ত নিয়োগের বিষয়টি সম্পন্ন করা হবে।’

মাস্টার রোল কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মামুন তালুকদার বলেন, ‘আজকে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। প্রশাসন গত আগস্টে আমাদের কথা দিয়েছিল তিন মাসের মধ্যে চাকরি স্থায়ীকরণ করা হবে। কিন্তু স্বৈরাচারী হাসিনা যেমন আচরণ করেছিল, আমরা সেই ধরনের আচরণের ভাব দেখতে পাচ্ছি। আর কোনো লিয়াজোঁ নয়, আমরা চাকরি চাই।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর