হোম > সারা দেশ > নওগাঁ

‘বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় আমার ছেলের মৃত্যু হয়েছে’

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে সিয়াম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আট দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্যু হয়। ওই স্কুলছাত্রের স্বজনদের অভিযোগ, বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় তার মৃত্যু হয়েছে।

সিয়াম আত্রাই উপজেলার বিপ্র-বোয়ালী গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং নবাবের তাম্বু উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সিয়ামের বাবা রবিউল ইসলাম বলেন, ‘গত ৬ মার্চ সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সিয়াম। দুপুরে মোবাইল ফোনে জানতে পারি সিয়ামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।’

রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ওই দিন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেও বন্ধুরা তাকে স্কুলে যেতে দেয়নি। সঙ্গে নিয়ে স্প্রিটের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে পান করায়। এরপর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আত্রাইয়ে ভর্তি করে দেয়। বন্ধুরা নেশাদ্রব্য পান করানোয় আমার ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা ৮ মার্চ আত্রাই থানায় অভিযোগ করি।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সিয়ামের বাবা রবিউল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রোকসানা হাফি বলেন, ‘ভর্তি করার সময় সিয়াম বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এমন উপসর্গ দেখে আমরা প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে স্থানান্তর করি।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়। এ ঘটনায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী