হোম > সারা দেশ > বগুড়া

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন। 

অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত