হোম > সারা দেশ > বগুড়া

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন। 

অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।

একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার