নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাপায় শাহীদুজ্জামান সুমন (৪০) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার রাত সারে ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষক পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিজ বটকাজল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার পুত্র ও বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনি বনপাড়া বাইপাস মোড় থেকে তার শ্বশুর-শাশুড়িকে বরিশালগামী বাসে উঠিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন। পথে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের পাশে দাঁড়ালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বলেন, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।