বগুড়ার শিবগঞ্জে নীরব হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল ৩টার দিকে বসতবাড়ির নিজ শয়ন কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নীরব শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তার ছেলে। সে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নীরবের মা নারজু বেগম বলেন, ‘আমি আমার বাবার বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে দুপুরে বাড়ি ফিরি। এসে দেখি নীরব সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। আমি চিৎকার দিলে আমার স্বামী ও গ্রামবাসী এসে মরদেহ নামায়।’
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস (পিপিএম) আজকের পত্রিকাকে জানান, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ বিকেল ৩টার দিকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’