হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নব দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার আত্রাই নদী থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মরদেহ উদ্ধার হওয়া দম্পতির নাম পারভেজ হোসেন (২২) ও তাঁর স্ত্রী মিনি আকতার (১৮)। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরোনো জেলখানা এলাকায়। 

স্থানীয় ও স্বজনরা জানান, গত শনিবার মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পারভেজ হোসেন তাঁর স্ত্রী মিনি আক্তারকে নিয়ে খালার বাড়িতে বেড়াতে আসেন। তাঁরা দুজন নবদম্পতি। দুই মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। নিহত গৃহবধূ মিনি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। 

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার দুপুরে তাঁরা দুজন রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যর্থ হন। 

তিনি আরও জানান, মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনে কোনো ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলকে খবর দিলে রোববার বিকেল ৫টা থেকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা উদ্ধার কাজ চলার পর অন্ধকার হওয়ায় রাত ৮টার দিকে উদ্ধার কাজ বন্ধ করে দেন। আজ সোমবার সকালে আবারও ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আত্রাই নদী থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করে ডুবুরি দল। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক