হোম > সারা দেশ > নাটোর

টিভি ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ যুবক, পরদিন মিলল লাশ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নিখোঁজের পরদিন সোহেল আলী (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত সোহেল আলী পুরাতন ঈশ্বরদী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মেকানিক ছিলেন। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় একটি টেলিভিশন ডেলিভারি দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। স্থানীয়দের ধারণা, সোহলেকে হত্যা করা হয়েছে। 

স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, গতকাল সন্ধ্যায় একটি টিভি ডেলিভারি দেওয়ার জন্য দোকান থেকে এয়ারপোর্ট মোড় এলাকায় যান সোহেল। পরে রাতে আর তিনি বাড়ি ফিরে আসেননি। তাঁর স্বজনেরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের এয়ারপোর্ট মোড় এলাকায় সোহেলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। 

ওসি আরও বলেন, সোহেলর নাকে রক্ত লেগে আছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো মামলা করা হয়নি।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক