হোম > সারা দেশ > বগুড়া

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি

শাকিল আহমেদ । ছবি: সংগৃহীত

বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে। শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম শাকিল আহমেদ (৪০)। তিনি শিববাটি শাহি মসজিদ এলাকার সাজু মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল শিববাটি এলাকায় জনৈক রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তাঁর এক কিশোরী কন্যাকে স্থানীয় এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই ব্যক্তির বয়স অনেক বেশি হওয়ায় শাকিল বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না।

আজ দুপুরের দিকে ১০-১৫ জন বখাটে যুবক শাকিলকে বাড়ি থেকে ফুলবাড়ী এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। মেয়ের বিয়ে না দেওয়ার কারণে সেখানে শাকিলকে বেদম মারধর করা হয়। পরে তাঁকে নদীর ঘাটে ফেলে রেখে পালিয়ে যায় বখাটে যুবকেরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিলে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

পুলিশ পরিদর্শক আলমাস আলী বলেন, ঘটনার পরপরই দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মেয়েকে বিয়ে না দেওয়ায় শাকিলকে মারধর করে চাকুসহ পুলিশে দেওয়ার পরিকল্পনা ছিল বখাটে যুবকদের। কিন্তু শাকিল গুরুতর আহত হওয়ার কারণে তাঁকে ফেলে পালিয়ে যায় বখাটে যুবকেরা।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার