হোম > সারা দেশ > রাজশাহী

বিচার-সংস্কারের পর নির্বাচন, বিএনপি আর শুনতে চায় না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে ড. মঈন খান। ছবি: আজকের পত্রিকা

দ্রুত নির্বাচনের আয়োজন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন—বিএনপি এ কথা আর শুনতে চায় না।’

আজ শনিবার রাজশাহীর ভুবনমোহন পার্কে নগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, সংস্কার ও বিচার চলমানপ্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া।

এ সময় তিনি আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিরত থাকতে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করেন। পরে বিএনপির পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ এই নেতা।

নগর বিএনপির আহ্বায়ক আইনজীবী এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশীদ।

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা