নাটোরের গুরুদাসপুরে গোপন সংবাদের ভিত্তিতে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকায় ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।
ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হালশা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। এরপর ঘটনাস্থলে মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে মেয়ের পরিবারের কাছে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।