হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আল  ইমরান (১৬) নামের এক মাদ্রাসাছাত্র। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। 

মারুফ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় চরভাঙ্গুড়া হজরত আলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সে। 

নিখোঁজের পরিবার সূত্রে জানা জানায়, গত ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ মাদ্রাসায় যায়নি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন শুরুতে ধারণা করেছিল, মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়স্বজনের বাড়িতে গেছে। কিন্তু সে ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মারুফের চাচা আব্দুল আলিম বলেন, ‘মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে। এত দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে অভিমান করে থাকবে। এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।’ 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা