হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় চলন্ত প্রাইভেট কারে আগুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী