হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় চলন্ত প্রাইভেট কারে আগুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া সদর থানার সামনে চলন্ত একটি প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন ধরে। এতে চালক মাইনুর (৪০) আহত হয়েছেন। প্রাইভেট কারটিতে কোনো যাত্রী ছিল না। তবে আগুন নেভানোর পর গাড়ি থেকে এক কার্টন বিয়ার উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের থানা রোডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি শহরের সাতমাথা থেকে দত্তবাড়ির দিকে যাচ্ছিল। থানা রোডে সদর থানার সামনে হঠাৎ প্রাইভেট কারের পেছনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ভেতরে থাকা চালক বের হয় আসলেও তাঁর মুখমণ্ডল আংশিক পুড়ে যায়। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, সদর থানার সামনে প্রাইভেট কারে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টন (২৪ বোতল) বিয়ার উদ্ধার করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, ‘আমরা আসার আগেই পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। দুর্ঘটনার স্পষ্ট কারণ এখনো নিশ্চিত নই। ধারণা করা হচ্ছে পেছনে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার