হোম > সারা দেশ > বগুড়া

আদমদীঘিতে যুবদল কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

গ্রেপ্তার হারুনুর রশিদ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এজাহার নামীয় এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার তিলোচ সোনারপাড়া মৃত-হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (৫০)।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বকুল হোসেন জানান, গত ১৯ আগস্ট রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তিয়রপাড়া মোড় এলাকায় যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ২১ আগস্ট রাতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আসিক হোসেন বাদী হয়ে থানায় ৭৭ জনের নামসহ অজ্ঞাত প্রায় দুই শতাধিক জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার তিলোচ শিববাটি এলাকায় অভিযান চালিয়ে হারুনুর রশিদ গ্রেপ্তার করা হয় বলে জানান উপপরিদর্শক বকুল।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আসামিকে তিলোচ শিববাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী