হোম > সারা দেশ > নাটোর

ট্রেনের তেল বিক্রির দায়ে বরখাস্ত লোকোমাস্টার, তিন সদস্যের তদন্ত কমিটি

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনকে (৩৬) সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। 

তিনি জানান, আজিমনগর রেলওয়ে স্টেশনে ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার থেকে চুরি করে ডিজেল তেল বিক্রির দায়ে পাওয়ার কার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিনক সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন-অর রশীদকে আহ্বায়ক এবং পাকশী বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট আরিফুল ইসলাম আরিফ ও পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী এ কে এম সালেহ আকরামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল রোববার দিবাগত রাত ১০টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দপ্তরের বৈদ্যুতিক কার্যালয় থেকে কন্ট্রোল অর্ডারের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুজ্জামান রোমেল বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরএনবি একটি মামলা দায়েরে করেছে। সোমবার জব্দকৃত আলামতসহ আসামিদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর