হোম > সারা দেশ > নাটোর

ছেলের বিরুদ্ধে ৮০ বছরের বৃদ্ধ মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ৮০ বছরের বৃদ্ধ মাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার বিকেলে উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার তাঁর মেয়ে রোকেয়া বেগম (৩৮) বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযুক্ত ব্যক্তির নাম আবুল হোসেন (৫৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার ভরতপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র। 
 
রোকেয়া বেগম বলেন, ‘আবুল হোসেন বিভিন্ন সময় আমার মা ফিরোজা বেগমকে মারপিট করত। ফিরোজা বেগম নাটোর কোর্টে আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করলে কোর্ট আবুল হোসেনকে মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে বলেন। সেই মোতাবেক ১৪ দিন আগে সঠিকভাবে ভরনপোষণের জন্য মাকে বাড়িতে নিয়ে যান তিনি। বাড়িতে নেওয়ার পর থেকে আবার নির্যাতন শুরু হয়। সম্প্রতি মাকে হাতুড়ি দিয়ে মারপিট, ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা ও প্লায়ার্স দিয়ে তাঁর নখ তুলে নেওয়ার ভিডিও ভাইরাল হয়।’ 

তবে অভিযুক্ত আবুল হোসেন তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মাকে নির্যাতন করি নাই। আমাকে বাদ দিয়ে সব ভাইবোন মিলে মায়ের কাছ থেকে জমি রেজিস্ট্রি করিয়ে নিছে। তারাই মাকে দিয়ে সমস্ত ঘটনা ঘটিয়েছে।’ 
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘বিষয়টি অমানবিক। অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী