হোম > সারা দেশ > নাটোর

পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে নদীর পানিতে ডুবে মো. রাজু হোসেন (১৬) ও মাজেদুল হোসেন (৯) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ফুলজোড় নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। আজ বুধবার উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম কবরস্থানে দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতরা মাঝগ্রামের মো. বাবু হোসেনের সন্তান। দুই ভাইয়ের মধ্যে রাজু মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং মাজেদুল মাঝগ্রাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। 

নিহতদের চাচা লিমন হোসেন জানান, গতকাল মঙ্গলবার তাঁর ভাই বাবু হোসেনের পরিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাতবাড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যান। দুপুরে সাতবাড়িয়া ফুলজোড় নদীতে মো. রাজু হোসেন ও মাজেদুল হোসেন গোসল করতে নামে। হঠাৎ বড় ভাই রাজু ডুবে যাচ্ছে দেখে, ছোট ভাই মাজেদুল উদ্ধার করতে গেলে দুই ভাই ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাতে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। 

এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম জানান, ডুবুরি দল বিকেলে রাজু আলী ও সন্ধ্যায় মাজেদুলের মরদেহ ফুলজোড় নদী থেকে উদ্ধার করে। রাতে পরিবারের লোকজনের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান জানান, মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আজ বুধবার দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর