হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় পুলিশকে মারধর করল ‘বখাটেরা’

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় প্রকাশ্যে আব্দুল খালেক নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে ‘বখাটেরা’। এ সময় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। পরে তাঁর মোটরসাইকেলে ধারালো অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার চকলোকমান শ্যামলী মোড় এলাকায় হামলার শিকার হন আব্দুল খালেক। তিনি জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত। 

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাত হোসেন বলেন, ‘হামলা শিকার পুলিশ সদস্য আব্দুল খালেক রোববার বিকেলে চকলোকমান এলাকাতে দায়িত্ব পালন করছিলেন। শ্যামলী মোড় এলাকায় সাতজন বখাটে মদপান করে বেপরোয়াভাবে চলাচল করছিল। তাদের হাতে ধারালো অস্ত্রও ছিল। ওই সময় পুলিশ সদস্য আব্দুল খালেক তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একপর্যায়ে বখাটেরা ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেকের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর (কিল-ঘুষি) শুরু করে। ওই সময় নিজেকে বাঁচাতে আব্দুল খালেক মোটরসাইকেল ফেলে দৌঁড় দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে বখাটেরা।’ 

তিনি জানান, ঘটনাস্থলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারী পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। আর বাকি দুজন অজ্ঞাত। 

বগুড়া কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সৈকত হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ সদস্যকে মারধর করা হলেও তিনি গুরুতর আহত হননি। জড়িতদের ধরতে অভিযান চলছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত