হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় করোনায় মৃত্যু ৯, শনাক্ত ১০১ 

প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাতজন করোনায় ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১০১ জন। 

মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট হাসপাতাল সূত্র ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক এসব জানান। 

ডা. সাজ্জাদ-উল-হক বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৪৬১টি নমুনা পরীক্ষায় করোনায় শনাক্ত হয়েছেন ১০১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৯ শতাংশ। 

তিনি বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২১৪ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৬৬ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 

উল্লেখ্য, জেলায় মোট মৃত্যু সংখ্যা ৬৬০ জন। মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬০৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই মৃত্যুর তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার