হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে শাহিন ওরফে রুটি শাহিন (৩১) নামে ওয়ার্ড যুবলীগের এক নেতা আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর রাতেই তাঁকে ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও শাহিনের স্বজন সূত্রে জানা যায়, রাজনীতির পাশাপাশি তিনি শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী আইকে সড়কে বাশেঁর ব্যবসা করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহিন বাশেঁরহাটের কাছে একটি মাচার কাছে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা শাহিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে শাহিন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁর বুকে ও পিঠে গুলি লাগে।

স্থানীয়রা তাঁকে সেখান থেকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল বলেন, শাহীন ঈশ্বরদী শহরের ৯ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা