হোম > সারা দেশ > বগুড়া

মাদ্রাসার বাথরুমে পড়ে ছিল শিশু কাউসারের লাশ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একটি মাদ্রাসার বাথরুমের এক ছাত্র অচেতন অবস্থায় পড়ে ছিল। পরে ওই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, ওই মাদ্রাসাছাত্রের গলায় দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ বুধবার সকালে শেরপুর শহরের অদূরে একটি ভাড়া ভবনে পরিচালিত তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। 

ওই মাদ্রাসাছাত্রের নাম—কাউসার ইসলাম (৮)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামের কৃষক ফরিদুল ইসলামের ছেলে। 

মাদ্রাসা সূত্রে জানা যায়, তাহসীনুল কোরআন আদর্শ হাফিজিয়া মাদ্রাসার নূরানী কায়দায় প্রথম শ্রেণির ছাত্র ছিল কাউসার। বুধবার সকাল আনুমানিক ৭টায় এই হাফিজিয়া মাদ্রাসার বাথরুমে কাউসার ইসলামকে সচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাদ্রাসার আরেক ছাত্র ফজলুল করিম (১৫)। এ ঘটনা মাদ্রাসার শিক্ষকদের জানানো হলে তাকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নেওয়ার পর চিকিৎসক কাউসার ইসলামকে মৃত ঘোষণা করেন। 

এই মাদ্রাসার শিক্ষক মামুনুর রশিদ জানান, শিশু কাউসারকে যখন বাথরুমে পাওয়া যায়, তখন ছিল সকালের নাশতার বিরতি চলছিল। মৃত্যুর সঠিক কারণ তারাও জানেন না। 

এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক মিথুন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাউসারকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে। কাউসারের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শিশুর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।’

এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই শিশু দড়ি নিয়ে খেলছিল। খেলার সময় অসাবধানতাবশত কাউসারের মৃত্যু হয়। তদন্তের স্বার্থে এখনই অপর শিশুটির নাম প্রকাশ করা যাচ্ছে না। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার