বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় কলেজছাত্র ওমর ফারুক (১৮) নিহত হয়েছেন। আজ সোমবার শহরের কলেজ বাজারে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং শহরের কৃষ্টচাঁদপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে ঘোড়াঘাট রেলগেট অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। ওই ছাত্র মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলেই ওই ছাত্র নিহত হন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।