হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিখোঁজের পরদিন যমুনার পাড়ে মিলল ২ ভাইয়ের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের এক দিন পর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর থেকে (এনায়েতপুর থানা) দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড়ে ব্লকের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত শিশুরা হলো শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

জালালপুর গ্রামের আলহাজ্ব বলেন, দুপুরে যমুনা নদীর পাড়ে ব্লকের মধ্যে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে। 

নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে তিনজন শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে আসি। গতকাল শনিবার সকালে তারা দুজন নদীর পাড়ে বালুর মধ্যে খেলা করছিল। এরপর থেকে আর খুঁজে পাইনি। ঘটনাটি পুলিশকে জানাই। আজ সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যায়। দুপুরে আমাকে কল করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখে নদীর পাড়ে ব্লকের ভেতর গর্তে তাদের মরদেহ পড়ে আছে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর