পাবনা সদর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ২ ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের দুই ছেলে ইকবাল হোসেন (৩৭) ও মান্নু ব্যাপারী (৩৫)।
ওসি আব্দুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি দেশি ওয়ান শাটারগান, সাত রাউন্ড কার্তুজসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল হান্নান।