হোম > সারা দেশ > নাটোর

সাড়ে ৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মজুত বোতলজাত সয়াবিন তেল খোলা বিক্রির সংবাদে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব। এ অভিযানে কয়েকটি দোকান থেকে জব্দ করা হয় ৬ হাজার ৬০০ লিটার সয়াবিন তেল। পরে এই তেল ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রিসহ ওই সব ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোনাইল বাজারে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর এবং র‍্যাব-৫-এর সিপিসি-২ নাটোর অফিস।

র‍্যাব-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, উপজেলার জোনাইল বাজারের মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৪০০, রুপম স্টোর থেকে ১ হাজার, মিতা স্টোর থেকে ৬০০, বিল্লাল স্টোর থেকে ১০০ ও মেসার্স দেবাশীষ স্টোরের গুদাম থেকে বোতলজাত সারে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর মেসার্স দেবাশীষ স্টোরকে ১ লাখ ৫০ হাজার, রুপম স্টোরকে ১ লাখ, মোল্লা স্টোরকে ২৫ হাজার, মিতা স্টোরকে ২৫ হাজার ও বিল্লাল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত সয়াবিন সরকারনির্ধারিত পূর্বের মূল্যে ১৬০ টাকা লিটার হিসেবে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, মেসার্স দেবাশীষ স্টোর নামের দোকান থেকে সারে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। পূর্বে নির্ধারিত দামে তিনি এসব তেল কিনে গোডাউনে মজুত করেছিলেন। এখন এই বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে সরকার নির্ধারিত বর্ধিত মূল্যে বিক্রি করছিলেন। এই অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্য বিক্রয়ের অপরাধে তাঁকে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধরনের অপরাধ করেছে মোল্লা ডিপার্টমেন্টাল স্টোর, রুপম স্টোর, মিতা স্টোর ও বিল্লাল স্টোর। পরে পুরোনো দরে স্থানীয় জনগণের মাঝে এসব তেল বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী