পাবনার চাটমোহরে গলায় ফাঁস নিয়ে দু’জন আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার পাবনার দুটি পৃথক স্থানে এই দুটি আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, আজ সকাল ৭টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের বরুন হালদারের স্ত্রী বীথি রানী হালদার (৪৫) গলায় শাড়ি পেঁচিয়ে নিজ শোয়ার ঘরের ডাবের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
অপরদিকে বুধবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামের মৃত আবদুল সামাদের ছেলে আনার আলী (৪০) গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন আত্মহত্যার বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় পৃথক দু’টি ইউডি মামলা হয়েছে।