হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে টিসিবির কার্ডে পণ্য না পেয়ে নারীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে টিসিবির কার্ডে পণ্য না পেয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে আজ বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।

আজ সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নারীরা বলেন, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাঁদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আজ টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো ডিলারকেই পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি।’ সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।

টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতের দুটি গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটি গ্রুপ আছে। একটি পক্ষ চায় পণ্য বিক্রি করা হোক, অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে। এই অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।’

সামশুল ইসলাম আরও বলেন, ‘এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।’

রাজশাহীতে টিসিবির কার্ডে পণ্য না পেয়ে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর