হোম > সারা দেশ > রাজশাহী

এসএসসিতে ‘খারাপ’ করায় মায়ের কান্না, অভিমানে মেয়ের আত্মহত্যার অভিযোগ 

লালপুর (নাটোর) প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৮০ পেয়ে উত্তীর্ণ হয়েছিল মোছা. মুসলিমা আক্তার মোমো (১৬)। মেয়ের এমন ফলাফল দেখে কষ্টে তার মা কান্নাকাটি করতে শুরু করেন। মায়ের কান্না দেখে মোমো নিজেও কাঁদতে থাকে। একপর্যায়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয়ে সে। পরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মোমোর মৃত্যুর পর এসব কথা জানান তার বাবা মো. মহসিন আলী। 

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার নাটোরের লালপুরের জৈতদৌবকী গ্রামে। 

মো. মহসিন আলী জানান, তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় আক্রান্ত ছিল। এ অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৩.৮০ পেয়ে উত্তীর্ণ হয়। বেলা সোয়া ১০টার দিকে ফলাফল পেয়ে তাঁরা অনেক খুশি হন। কিন্তু তাঁর স্ত্রী মেয়ের ফলাফল খারাপ হওয়ায় আত্মীয়দের কাছে কান্নাকাটি করতে থাকে। তা দেখে মেয়েও কান্নাকাটি করতে থাকে। তবে এ নিয়ে মেয়েকে কোনো কটু কথা বলেননি। পরে দুপুরে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন তাঁর মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মেয়ে আত্মহত্যা করেছে। 

স্থানীয়রা জানান, নিহতের বাবা মো. মহসিন আলী একজন স্বর্ণকার। লালপুর কলেজ মোড়ে তাঁর দোকান। একমাত্র ছেলে এইচএসসি পাশ করে একটি কোম্পানিতে চাকরি করে। পরিবার-পরিজন নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছিলেন তাঁরা। মোমো বেশ শান্ত স্বভাবের। একাকী থাকতে পছন্দ করত। এ মেয়ে এমন কাজ করতে পারে কেউ বিশ্বাস করতে পারছেন না। 

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার রায় বলেন, ‘এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৭৭ জনের মধ্যে ১৪৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। পাশের হার শতকরা ৮৩.৬১ ভাগ। বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোমো। অসুস্থতার জন্য নিয়মিত বিদ্যালয়ে আসত না। মাঝারি মানের শিক্ষার্থী ছিল সে। তার প্রাপ্ত ফলাফল সন্তোষজনক।’ 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘উপজেলায় সম্প্রতি উদ্বেগজনক হারে আত্মহত্যা প্রবণতা বেড়েছে। বিশেষ করে তরুণ-যুবাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে এ প্রবণতা। এ বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।’ 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তুচ্ছ বিষয়ে আত্মহত্যা করছে ছেলে-মেয়েরা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিকভাবে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা না হলে তরুণ সমাজকে এই অপরাধ থেকে রক্ষা করা সম্ভব না।’

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা