হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে শাবনূর খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। 

গৃহবধূ শাবনূর খাতুন উপজেলার সংগ্রামপুর গ্রামের নবাব আলীর ছেলে চান মিয়ার স্ত্রী এবং পারকোল গ্রামের আলম শেখের মেয়ে। 

মৃতের বাবা আলম শেখ বলেন, ‘সাত বছর আগে চান মিয়ার (৩২) সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের শ্বশুরবাড়ির লোকজন আমার কাছে ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এরপর থেকেই প্রতিনিয়ত সেই টাকার জন্য চাপ দিতে থাকেন তাঁরা। আমি সেই টাকা পরিশোধও করি। কিন্তু তাঁরা আরও টাকা দাবি করে আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস মীমাংসাও করা হয়েছে।’

আলম শেখ আরও বলেন, ‘গতকাল নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় আমার মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়, যা মাটির ওপরে দাঁড়ানো অবস্থায় ছিল। আমার মেয়েকে ওর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।’

গৃহবধূর স্বামী চান মিয়া বলেন, ‘আমি ঢাকার একটি কারখানায় কাজ করি। গত বুধবার বাড়ি এসেছি। শাবনূর আমাকে আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। পরে আমি তাঁকে দুই দিন পরে যাওয়ার জন্য বলি। এ ঘটনায় রাগ করে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পরিদর্শক আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী চান মিয়াকে আটক করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক