নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে জঙ্গলে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ। আজ সোমবার দুপুরে ভীমপুর ইউনিয়নের হিন্দুবাঘা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে থানা-পুলিশ।
মৃত ব্যক্তির নাম সুবল চন্দ্র রায় (৬৫)। তিনি নওগাঁ সদর উপজেলার হাট-নওগাঁ এলাকার মৃত নিতাই চন্দ্র রায়ের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দুবাঘা এলাকায় মাঠে ঘাস কাটতে গিয়ে জঙ্গলের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন এক কৃষক। বিষয়টি জানাজানি হলে মৃতদেহ দেখতে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমান।
খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে খোঁজ নিয়ে পুলিশ পরিচয় নিশ্চিত হয়।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি সেখানে ৬-৭ দিন থেকে পড়ে ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।