হোম > সারা দেশ > রাজশাহী

অফিস থেকে ধরে নিয়ে রাবির ৩ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

অফিস থেকে ধরে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী তিন কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছেন কতিপয় ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে তাঁদের মতিহার থানায় হস্তান্তর করা হয়।

তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাবরক্ষক দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, উপপরিচালক আমিনুল হক রাসেল ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পঙ্কজ কুমার।

জানা গেছে, আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিস চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের নিজ নিজ দপ্তর থেকে ধরে নিয়ে আসেন জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামক সংগঠনের সদস্যরা।

তাঁদের দাবি, এই তিনজন জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানোর পর তাঁদের থানায় সোপর্দ করা হয়।

সংগঠনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত সপ্তাহে আমরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত দাবি জানিয়েছিলাম, অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আজকে আমাদের কথার কোনো গুরুত্ব দেননি। ফলে আমরা নিজেরাই পদক্ষেপ নিতে বাধ্য হই। যাঁদের সোপর্দ করেছি তাঁরা সবাই এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী লীগের সমর্থক।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। তাই তাঁদের থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু বোয়ালিয়া থানায় মামলা রয়েছে, আমরা তাঁদের সেখানেই পাঠাব।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আজকের ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। যদি জানতাম, তাঁদের নিজ নিজ অফিস ডেস্ক থেকে এভাবে ধরে আনা হচ্ছে, তাহলে অনুমতি দিতাম না। যাঁর বিরুদ্ধে মামলা আছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিক, কিন্তু বাইরের কেউ এসে বিশ্ববিদ্যালয়ে কাউকে এভাবে তুলে নিয়ে যাবে—এটা গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন