হোম > সারা দেশ > পাবনা

গ্রেপ্তার এড়াতে শ্রমিক লীগ নেতার নদীতে ঝাঁপ, অতঃপর...

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

গ্রেপ্তার এড়াতে গুমানী নদীতে ঝাঁপ দেন শ্রমিক লীগ নেতা নায়েব আলী। ছবি: আজকের পত্রিকা

নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষরক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েব আলীর (৪৮)। নদীর মাঝখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেন। একপর্যায়ে নদীর মাঝখান থেকে তাঁকে ধরতে সক্ষম হয় পুলিশ। তিনি চাটমোহর থানায় করা বিস্ফোরক মামলার অন্যতম আসামি।

হান্ডিয়াল পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা নায়েব আলীকে নদীর মাঝখানে দেখতে পাই। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল তদন্তকেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আইনিপ্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা