হোম > সারা দেশ > জয়পুরহাট

কালাইয়ে শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় শিক্ষার্থীরা উদ্বিগ্ন

প্রতিনিধি, কালাই (জয়পুরহাট)

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রায় দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর আগামীকাল ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছে সরকার। এরই মধ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত থাকলেও জয়পুরহাটের কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও চার শতাধিক শিক্ষার্থীর মাঝে আনন্দের বদলে চোখে মুখে হতাশা। কেননা শ্রেণিকক্ষ এখনো প্রস্তুত হয়নি বলে অভিযোগ উঠেছে। 

১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার ঘোষণা আসার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জোরেশোরে চলছে ধোয়া-মোছার কাজ। কিন্তু কালাইয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয় এখনো প্রস্তুত হয়নি। সরকারি নির্দেশ অনুযায়ী ক্লাস করতে পারবে কী-না সে নিয়ে আছে শঙ্কায় শিক্ষার্থীরা। তবে, বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে তাঁরা ক্লাস করার প্রচেষ্টা করছেন এমনটিই দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। 

সরেজমিনে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাটির পুরোনো ৫টি শ্রেণিকক্ষ ভেঙে নির্মাণাধীন একতলা একাডেমিক ভবন কাজের জন্য ইট, বালু, সিমেন্ট, রড, মাটির স্তূপ, কাঠের ব্যবহৃত লোহার পেরেকসহ বিভিন্ন সরঞ্জাম মাঠে রাখা আছে। অস্থায়ীভাবে ঢেউটিন দিয়ে দুটি শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। একটি কক্ষে বেঞ্চের ওপরে বেঞ্চ সাজিয়ে রেখেছেন, সেগুলোর ওপরে পড়েছে ময়লার আস্তর পড়েছে। শ্রেণিকক্ষের জন্য অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত করছেন পাশাপাশি ঢেউটিন দিয়ে অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন। নতুন ভবনের কাজ চলমান রয়েছে। 

শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার, জান্নাতুন আক্তার বলেন, অনেক দিন পর স্কুল খুলে দেওয়ার কথা শুনে আনন্দিত হলেও এখন পর্যন্ত শ্রেণিকক্ষ প্রস্তুত না হওয়ায় তিনি শঙ্কিত। 

এ বিষয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় যথাসময়ে খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করাতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। এ ছাড়া ঢেউটিন দিয়ে দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছেন এবং অফিস সংলগ্ন দুটি কক্ষ পাঠদানের উপযোগী রয়েছে। 

কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান আজকের পত্রিকাকে জানান, শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সংলগ্ন দুটি কক্ষ প্রস্তুত এবং আরও দুটি অস্থায়ী শ্রেণিকক্ষ আজকে দিনের মধ্যে সম্পূর্ণ হবে বলে প্রতিষ্ঠান প্রধান জানিয়েছেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার