হোম > সারা দেশ > বগুড়া

অবশেষে কমছে করতোয়া গেটলকের ভাড়া 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

অবশেষে শেরপুর থেকে বগুড়াগামী করতোয়া গেটলকের বাড়তি ভাড়া কমানোর বিষয়ে একমত হয়েছে বাস মালিকপক্ষ ও প্রশাসন। আজ বুধবার সকাল ১০টায় করতোয়া গেটলকের বর্ধিত ভাড়া ৩৫ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হবে বলে জানানো হয়েছে। আগামী রোববার থেকে এই ভাড়া কার্যকর করা হবে। 

জানা যায়, শেরপুরে বাসভাড়া বৃদ্ধি সম্পর্কিত বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র মো. জানে আলেম খোকা, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী মো. গোলাম ফারুক, শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফুর রহমান মিলন, মোটর মালিক গ্রুপের শেরপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারসহ বাসমালিকেরা। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সরকার ডিজেলচালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করে। করতোয়া গেটলকের অধিকাংশ গাড়ি গ্যাসে চললেও সেই অজুহাতে ২০ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর