হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির মামলায় ৪ ভুয়া সাংবাদিক কারাগারে 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা মাদ্রাসায় চাঁদা দাবির অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার খাজুরা ইউনিয়নের মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুকনুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন–গাজীপুরের হেলাল সরকার (২৮), ময়মনসিংহের লিমন হোসেন (২৭), বগুড়ার ইউনুস আলী (২৭) ও শেরপুরের শিহাব মিয়া (২৫)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক বাদী হয়ে ওই চার ভুয়া সাংবাদিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ (বুধবার) মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ এর আগেও তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ ২৫ হাজার টাকা চাঁদা আদায় করেন বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার খাজুরার গৌরীপুর মাদ্রাসা–এতিমখানায় অনিয়মের অভিযোগ তুলে ওই চার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে প্রধান শিক্ষক রুকনুজ্জামান ও সভাপতির কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের অনিয়ম ও দুনীতির খবর প্রচার করার হুমকি দেয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের আটক করে থানা–পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেট কার, ডিএসএলআর ক্যামেরা ও বিভিন্ন নাম–সর্বস্ব পত্রিকার পরিচয়পত্র জব্দ করা হয়।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়