হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদাবাজির মামলায় ৪ ভুয়া সাংবাদিক কারাগারে 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা মাদ্রাসায় চাঁদা দাবির অভিযোগে চার ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার খাজুরা ইউনিয়নের মাদ্রাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুকনুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন–গাজীপুরের হেলাল সরকার (২৮), ময়মনসিংহের লিমন হোসেন (২৭), বগুড়ার ইউনুস আলী (২৭) ও শেরপুরের শিহাব মিয়া (২৫)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় এতিমখানা ও মাদ্রাসার প্রধান শিক্ষক বাদী হয়ে ওই চার ভুয়া সাংবাদিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। আজ (বুধবার) মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ এর আগেও তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে দুই লাখ ২৫ হাজার টাকা চাঁদা আদায় করেন বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার খাজুরার গৌরীপুর মাদ্রাসা–এতিমখানায় অনিয়মের অভিযোগ তুলে ওই চার ব্যক্তি সাংবাদিক পরিচয়ে প্রধান শিক্ষক রুকনুজ্জামান ও সভাপতির কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের অনিয়ম ও দুনীতির খবর প্রচার করার হুমকি দেয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের আটক করে থানা–পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রাইভেট কার, ডিএসএলআর ক্যামেরা ও বিভিন্ন নাম–সর্বস্ব পত্রিকার পরিচয়পত্র জব্দ করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর