হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম মিতু বেগম (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ (৪৭)। 

বুধবার (১৯ জুন) রাত সোয়া ৯টার দিকে বগুড়া শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের সেনানিবাস এমপি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মিতু বেগম এবং আহত আব্দুল মজিদ দম্পতি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা। চাকরি সুবাদে তাঁরা এখানে বাড়ি করে বসবাস করছিলেন। তাঁদের গ্রামের বাড়ি বগুড়া গাবতলী উপজেলায়। এলাকাবাসীর চেষ্টায় মিতু বেগমের মরদেহ ট্রাকের নিচ থেকে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশ এবং শাজাহানপুর ফায়ার সার্ভিসের লোকজন। 

ঘটনার বর্ণনা দেন ঘটনাস্থলের পাশের ব্যবসায়ী আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে। আজকের পত্রিকাকে তাঁরা বলেন, মোটরসাইকেলটি মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিল। একই সময় মাঝিড়া দিক থেকে ঢাকার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল আম বোঝাই ট্রাকটি। দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি একই গতিতে মহাসড়কের পূর্বপাশের আরেকটি লেনের ড্রেনের মতো অংশে নেমে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা ওই নারী ছিটকে ট্রাকের নিচে পড়ে। 

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আবুল হাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ট্রাকটি উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মজিদ বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা